দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক অসুস্থ হয়ে জয়নগরের দক্ষিণাঞ্চল স্বাস্থ্য সদন নার্সিংহোমে ভর্তি ছিলেন। ৭০ বছরের ওই বৃদ্ধকে কলকাতায় পাঠানো হলে তাঁর টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এই খবর আসার পরই নার্সিংহোমটায় রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার গোটা নার্সিংহোম সংক্রমণমুক্ত করা হবে। সেখানকার সবাইকে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
জয়নগরের একটি নার্সিংহোম থেকে তাঁকে কলকাতার হাসপাতালে পাঠানোর পর রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, দোলপূর্ণিমায় তিনি নবদ্বীপে গিয়েছিলেন। ওই বৃদ্ধকে আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি ডাক্তার ও নার্সদেরও কোয়ারেন্টাইনে থাকবার নির্দেশ দেওয়া হয়েছে।
দ্বিতীয় পর্যায়ের পরে করোনা সংক্রমণ তৃতীয় পর্যায়ের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। তার অগ্রগতি প্রতিহত করতে কলকাতা পুর এলাকা, বিশেষত বস্তিতে বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ঠিক হয়েছে, বস্তিবাসীদের তথ্য সংগ্রহের কাজে লাগানো হবে বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবীদেরই। তদারক করবেন কাউন্সিলরেরা।