বিশ্বজুড়ে মহামারির আবহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) চীনকে আড়াল করার চেষ্টা করছে! এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তিনি। পাশাপাশি চীনের তাঁবেদারি করার ‘শাস্তি’ স্বরূপ হু-কে দেওয়া সাহায্য বন্ধের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু কথায় নয়, এবার সেটাই করে দেখালেন মার্কিন প্রেসিডেন্ট। ঘোষণা করা হল, আমেরিকা থেকে আর কোনও অনুদান পাবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
প্রসঙ্গত, করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর থেকে একাধিকবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট, যে তারা চীনের পক্ষপাতিত্ব করছে। ভাইরাস মোকাবিলায় হু ঠিকমতো ভূমিকা পালন করছে না বলেও অসন্তোষ প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, চীনের হয়ে কথা বলার অভিযোগ তুলে মার্কিন অনুদান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন ডোনাল্ড ট্রাম্প।
সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, করোনাভাইরাস মোকাবিলায় হু-এর ভূমিকা কতটা নেতিবাচক তা খতিয়ে দেখা হচ্ছে। এর সম্পূর্ণ রিপোর্ট না বেরোনো পর্যন্ত আমেরিকা থেকে কোন অনুদান পাবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ট্রাম্প স্পষ্ট দাবি করেন, বিশ্বজুড়ে ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অস্বচ্ছ ভূমিকা রয়েছে। বহু ক্ষেত্রে তারা চিনের পক্ষপাতিত্ব করেছে।
সেই অভিযোগ তুলে হুঁশিয়ারি দেওয়া ডোনাল্ড ট্রাম্প এখন বাস্তবে অনুদান বন্ধ করে দিলেন। উল্লেখ্য, আমেরিকা থেকেই সবচেয়ে বেশি অনুদান পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গত বছর যার পরিমাণ ছিল প্রায় ৪০০ মিলিয়ন ডলার।