করোনা মোকাবিলায় দূরত্বের গুরুত্ব বোঝাতে বাকিদের মতো ভার্চুয়াল ময়দানে নামলেন উসেইন বোল্ট। ১০০ মিটার স্প্রিন্টে সেরা হওয়ার ছবি টুইট করে অনুরাগীদের বোঝালেন, ২০০৮ সালে বেজিং অলিম্পিক থেকেই দূরত্ব বজায় রাখার কৌশল রপ্ত করেছিলেন তিনি।
সেদিন সব প্রতিদ্বন্দ্বীকে অনেক পিছনে ফেলে দৌড় শেষ করেছিলেন বোল্ট। বিশ্বরেকর্ডের অধিকারী বোল্ট সেদিন গোটা দুনিয়ার নজর কেড়েছিলেন। অনায়াসে সবাইকে পিছনে ফেলে দৌড়ে জেতার সেই মূহূর্তকেই দূরত্বের গুরুত্ব বোঝাতে পোস্ট করেছেন বোল্ট। অনেকেই এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার পাঠ দিচ্ছেন। কিন্তু সবার সচেতনতা বার্তাকে ছাপিয়ে গিয়েছে বিশ্বের দ্রুততম মানুষ বোল্টের সচেতনতা বার্তা।
রবিবার ইস্টারের শুভেচ্ছা জানানোর পর অনুরাগীদের জন্য সারপ্রাইজ প্যাকেজটা পোস্ট করেন বোল্ট। অনেকেই এখন সোশ্যাল মিডিয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন। সংক্রমণ এড়াতে এটাই এখন সেরা দাওয়াই। ঘরে থাকা ছাড়া আর কোনও জাদুবলে করোনা তাড়ানো সম্ভব নয় এই মূহূর্তে। তাই দূরত্বের এখন গুরুত্ব বেশি। সেটা বোঝাতে নিজের জীবনের সেরা মুহূর্তকেই বেছে নিলেন বোল্ট। ১২ বছর আগে বেজিং অলিম্পিকে অসম্ভবকে সম্ভব করে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন বোল্ট।