লকডাউনের জেরে কাজ হারিয়েছেন লক্ষাধিক মানুষ। অনাহারে, টেনেটুনে সংসার চলছে তাঁদের। তাই দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন এমন ভারতীয় শ্রমিকদের পাশে দাঁড়াতে ৫ কোটি টাকা দান করলেন গুগল প্রধান সুন্দর পিচাই। ‘গিভ ইন্ডিয়া’ নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাকে এই অর্থ দিলেন তিনি। ‘গিভ ইন্ডিয়া’-র পক্ষ থেকে এই অর্থ অনুদানের জন্য পিচাইকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করা হয়েছে। তা থেকেই জানা গিয়েছে গুগল সিইও ভারতীয় শ্রমিকদের পাশে দাঁড়াতে ৫ কোটি টাকা দিয়েছেন।
ভারতে বিভিন্ন কর্পোরেট সংস্থাও ইতিমধ্যেই কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে অর্থসাহায্য নিয়ে এগিয়ে এসেছে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তহবিলে ১,৫০০ কোটি টাকা দিয়েছে টাটা গোষ্ঠী। তারপরেই রয়েছে উইপ্রো। আজিম প্রেমজী-র সংস্থা দিয়েছে ১,১২৫ কোটি টাকা। এছাড়াও বহু সংস্থা প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দিয়ে সাহায্য করেছে। বহু সংস্থা এবং ব্যক্তির উদ্যোগে সাধারণ মানুষের কাছে অত্যাবশকীয় সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলছে। তারই সঙ্গে এবার যুক্ত হল সুন্দর পিচাইয়ের ৫ কোটি টাকা।
তবে শুধুই ভারতের জন্যই নয়, বিশ্বের অন্যান্য করোনা আক্রান্ত দেশের পাশে দাঁড়াতেও আগেই এগিয়ে এসেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা গুগল। বিশ্বজুড়ে মহামারী মোকাবিলায় আগেই গুগল ৮০০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের ঘোষণা করেছে। এর মধ্যে ২০০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে বিভিন্ন দেশে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থাকে।