হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি বন্ধ করে দেওয়ায় ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার পরেই ট্রাম্পের হুঁশিয়ারির সামনে একপ্রকার মাথা নত করে আমেরিকায় হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রের মোদী সরকার। এবার ফের ট্রাম্পের হুমকিতে জড়োসড়ো দিল্লী। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন, কোনও দেশ এক সপ্তাহের মধ্যে আমেরিকায় থাকা তাদের অবৈধ নাগরিক, ট্রাম্পের ভাষায় ‘ভিন গ্রহের জীব’–দের ফিরিয়ে না নিলে সেই নাগরিকদের ভিসা অনুমোদন আটকে দেবে আমেরিকা। আর এর ফলে বিপাকে পড়বেন ভারতীয়রাও। কারণ এদিকে দিল্লীও নির্দেশ দিয়েছে, করোনা মহামারী রুখতে অন্য কোনও দেশের নাগরিক, এমনকী ভারতীয় হলেও তাঁদের দেশে ঢুকতে দেওয়া হবে না।
সরকারি সূত্রে খবর, মার্কিন সরকারের সঙ্গে এব্যাপারে আলোচনা শুরু করেছে দিল্লী। কারণ বিদেশ মন্ত্রকের প্রাথমিক অনুমান, বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কমপক্ষে ২৫০০০ ভারতীয় আটকে আছেন। উল্লেখ্য করোনা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশজুড়ে চলছে দীর্ঘমেয়াদি লকডাউন। এজন্য যেমন সব আন্তর্জাতিক সফর বন্ধ হয়ে গিয়েছে, তেমনই ওই অবৈধ প্রবাসীদের ভারতে ফেরাও মুশকিল হয়ে গিয়েছে। তবে দিল্লী আমেরিকাকে আশ্বস্ত করে বলেছে, ভারত কখনই অবৈধভাবে বিদেশগমনকে প্রশ্রয় দেয় না। এবং ওই মানুষদেরও ফিরিয়ে আনা হবে। কিন্তু মহামারী রুখতে আপাতত বিদেশ থেকে আসা কারও দেশে প্রবেশের অনুমতি নেই।