করোনার বিরুদ্ধে লড়াই তবে ডাক্তারদেরই বারবার হেনস্থার মুখে পড়তে হচ্ছে। করোনা ভাইরাস ‘ছড়ানোর’ অভিযোগে হাসপাতাল থেকে ডিউটি সেরে ফেরা দুই ডাক্তারকে চরম হেনস্থার অভিযোগ উঠল ভোপালে, মধ্যপ্রদেশ পুলিশের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ ভোপাল এইমস থেকে ডিউটি শেষ করে ফিরছিলেন যুবরাজ সিং ও ঋতুপর্ণা জানা নামে দুই চিকিৎসক। তারা দুজনেই পোস্ট গ্রাজুয়েট রেসিডেন্ট ডাক্তার। কর্মস্থল থেকে ফেরার সময় হঠাৎ করেই তাদের গাড়ি আটকান কিছু পুলিশকর্মী।
ঋতুপর্ণা জানান, ‘এমার্জেন্সি ডিউটি সেরে বাড়ি ফেরার সময় একটি পুলিশ পেট্রোল পার্টি আমাদের গাড়ি আটকায়। আমরা আমাদের পরিচয়পত্র দেখানো সত্ত্বেও আমাদের মারধর করা হয়, কটূক্তিও করা হয়। আমরা নাকি ভাইরাস ছড়াচ্ছি, এমনও বলেন তারা।’
জানা গিয়েছে, পুলিশের মারধরের ফলে ঋতুপর্ণার পায়ে আঘাত লেগেছে এবং যুবরাজের হাতের হাড়ে চিড় ধরেছে। গোটা ঘটনাটির নিন্দা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। ট্যুইটারে তিনি লেখেন, ‘একজন মহিলা সহ এইমসের দুই চিকিৎসককে পুলিশের হেনস্থা করার বিষয়টি অত্যন্ত লজ্জাজনক’।