আগামী মঙ্গলবারই শেষ হচ্ছে দেশে ২১ দিনের লকডাউনের সময়সীমা। তারপর লকডাউনের মেয়াদ আরও বাড়বে না উঠে যাবে তা জাতির উদ্দেশ্য ভাষণে জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করবেন তিনি। তারপর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী।
তবে দেশের করোনা পরিস্থিতির দিকে নজর রেখে এখনই লকডাউন উঠে যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে সর্বদল বৈঠকেও সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে লকডাউন বাড়লেও এবার কিছু কিছু ছাড় দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। সব শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির দরজা এখনই খোলা হবে না বলে সূত্রের খবর।
লকডাউনের ফলে অর্থনীতিতে বিশাল ধাক্কা লাগতে চলেছে বলে বৃহস্পতিবারই সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। করোনাভাইরাসের ফলে যে ক্ষেত্রগুলি সবচেয়ে ক্ষতির মুখে, তার মধ্যে অন্যতম অসামরিক বিমান পরিবহণ। মাঝের সিট খালি রেখে কোনও কোনও রুটে বিমান চলাচল শুরু হতে পারে বলে সূত্রের খবর।
অন্যদিকে ২১ দিনের এই লকডাউন চলাকালীনও দেশের যে যে জায়গায় সংক্রমণ ছড়িয়েছে, সেই জায়গার প্রতি কঠোর হতে পারে কেন্দ্র। নতুন করে সংক্রমণ যাতে না ছড়ায় সেদিকে কড়া দৃষ্টি দেবে সরকার।