করোনা মোকাবিলায় এবার নতুন মোবাইল অ্যাপ তৈরি করল রাজ্য। জানা গেছে, কোনও এলাকায় কারও জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিলে সেই তথ্য সরকারের কাছে যাতে দ্রুত পৌঁছয় তার জন্যই চালু করা হয়েছে এই মোবাইল অ্যাপ পরিষেবা। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘সন্ধানে’ নামের ওই অ্যাপ নিজেদের মোবাইলে ইনস্টল করবেন আশা কর্মীরা। তারপর যাঁর জ্বর বা অন্য উপসর্গ দেখা দিয়েছে তাঁর নাম-ঠিকানা লিখে ডিজিটালি স্বাস্থ্য দফতরের কাছে পাঠিয়ে দেবেন তাঁরা। সেটি পাওয়ার পরই স্বাস্থ্য দফতর সংশ্লিষ্ট এলাকার মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ করে অসুস্থ ব্যক্তির বাড়িতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাঠাবে। চিকিৎসকরা গিয়ে শারীরিক পরীক্ষা করার পরই সিদ্ধান্ত নেবেন ওই ব্যক্তিকে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হবে নাকি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হবে।
দু’দিন আগে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি পরামর্শ দিতে গিয়ে বলেছিলেন, একটা রিপোর্টিং কাঠামো গড়ে তুলতে হবে। যাতে কোনও গ্রামে যদি কারও কাশি বা জ্বর হয় তাহলে তা যেন তৎক্ষণাৎ সরকার জানতে পারে। আশাকর্মীদের ফ্রন্টলাইন ওয়ার্কার করার পরামর্শ দিয়েছিলেন অভিজিৎবাবু। সেদিনই মোবাইল অ্যাপ প্রস্তুত হচ্ছে বলে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সরকারের তরফে জানানো হল সেই অ্যাপ প্রস্তুত হয়ে গিয়েছে।