বাংলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এই মুহূর্তে ৮০ জনের শরীরে সংক্রমণ অ্যাকটিভ রয়েছে বলে বৃহস্পতিবার বিকেলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে নতুন করে। সেই সঙ্গে সেরে উঠে বাড়ি ফিরে গেছেন আরও তিন জন। মৃত্যু হয়নি আর কারও। তাই গতকাল করোনা অ্যাকটিভের যে সংখ্যাটা ৭১ ছিল, সেটাই বেড়ে দাঁড়াল ৮০।
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, তেহট্টের যে পরিবারের একসঙ্গে পাঁচ জনের করোনা ধরা পড়েছিল, সেই পরিবারের একটি শিশুর দেহে এখনও সংক্রমণ রয়েছে। সেই কারণে তার মা সেরে উঠলেও তিনি এখনও বাড়ি ফিরতে পারেননি। বাচ্চার সঙ্গেই রয়েছেন হাসপাতালে।
করোনাভাইরাসে সংক্রামিত হয়ে এখনও পর্যন্ত পাঁচ জনই মারা গেছেন বলে আবারও জানান মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি এদিন আরও জানান, রাজ্যে কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা বাড়ানো হচ্ছে। ৫৬২টা সরকারি সেন্টার ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। ৫১৮৮ জনকে এই সেন্টারগুলি থেকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। ৪৪১৭ জন এখনও সরকারি সেন্টারে রয়েছেন।