দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ সিনেমার শ্যুটিংও। এই সময়েই অন্য রুপে ধরা দিলেন অভিনেত্রী শিখা মলহোত্রা। তিনি এখন মুম্বইয়ের বাল ঠাকরে ট্রমা সেন্টারে নার্স হিসেবে কাজ করছেন। যত্ন নিচ্ছেন কোভিড-১৯ আক্রান্ত রোগীদের।
না খুব চেনা মুখ হয়ত তিনি নন। তবে শাহরুখ খানের সঙ্গে ‘ফ্যান’ ছবিতে অভিনয় করেছেন শিখা। গত ফেব্রুয়ারিতেই মুক্তিপ্রাপ্ত ‘কাঁচলি’ ছবিতে অভিনেতা সঞ্জয় মিশ্রর সঙ্গে শিখার অভিনয় সমালোচকদের প্রসংশা কুড়িয়েছে।
জানা গিয়েছে, অভিনয়ে যোগ দেওয়ার আগে শিখা দিল্লির সফদরজঙ্গ হাসপাতাল থেকে নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন। তাই অভিনয় আপাত স্থগিত হতেই তিনি অর্জিত শিক্ষা কাজে লাগাতে নতুন ভূমিকায়। দেশবাসীর পাশে থাকতে নিজের জীবনের ঝুঁকিকে তুচ্ছে করে শিখা মালহোত্রার এই প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে আম আদমির।