মঙ্গলবার রাত ৮টায় ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে গোটা দেশজুড়ে টানা টানা ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো গত মঙ্গলবার রাত ১২টা থেকে গোটা দেশে জারি লকডাউন। বন্ধ সব ধরনের গণপরিবহন। যার ফলে এখন হাজার হাজার মানুষ পরিবার, পরিজন আর জরুরি সামগ্রী নিয়ে ভিনরাজ্য থেকে হেঁটে চলেছেন বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, ২১ দিনের লকডাউনের জেরে এমনই ভয়াবহ পরিস্থিতি দেশের
শ্রমিকদের।
ঘরমুখো শ্রমিকদের এই অসহায় অবস্থা নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে একহাত নিল তৃণমূল। সোমবার টুইটারে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রীয় সাহায্য না মেলায় তৃণমূলের তরফে তোপ দাগেন এক দলীয় সাংসদ। তিনি লেখেন, ‘নদীয়ার আধিকারিকদের সঙ্গে ২৪/৭ কাজ করছি। নিশ্চিত করছি, যাতে কৃষ্ণনগরের পরিযায়ী শ্রমিকদের কাছে রেশন পৌঁছে যায়। তবে গোটা দেশে ওদের জন্য নগদ, খাবারের জোগান কোথায়? কোনও প্ল্যান বি রয়েছে? মোদীজি, করোনা আর অনাহার শুধু অপশন হতে পারে না!’