যা এর আগে কোনোদিন হয়নি, এবার সেটাই দেখা গেল। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও ট্রেন চলেছিল। কিন্তু ২০২০-তে এসে করোনার থাবায় তা থেমে গেল। ভারতীয় রেল সারাদিনে চালালো মাত্র চারটি ট্রেন। আর ভারতীয় রেলের পক্ষ থেকে জনসাধারণকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গেছে, সোমবার দুপুর তিনটে পর্যন্ত ভারতীয় রেলের লাইভ ড্যাশবোর্ডে মাত্র চারটি ট্রেন চলার কথা দেখা গিয়েছিল। এগুলি রবিবার চালু হওয়া ট্রেন। এখানেই শেষ নয়, রাত ১০টার সময় ইতিহাসে প্রথমবার একটি ট্রেনও চলছিল না।
ইতিমধ্যেই ১৪২১ কোটি টাকা ক্ষতি হয়েছে রেলের। এই ক্ষতি আরও বাড়বে। কারণ ৩১ মার্চ পর্যন্ত কোনও ট্রেন চলবে না করোনার জেরে। এছাড়াও বাড়িতে থাকতে বলা হয়েছে ভারতীয় রেলের ১৩ লক্ষ কর্মীকেও। শুধু যারা রক্ষণাবেক্ষণ বিভাগে আছেন, তাঁরা আসছেন অল্প সংখ্যায়। কারণ মালগাড়ি এখনও চালাছে রেল।