এদিন সকালেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলায় আন্তঃরাজ্য বিমান ওঠানামা বন্ধ করতে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি লেখার কিছু পরেই বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এদিন বিকেলেই কেন্দ্রের তরফে নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হল, মঙ্গলবার মাঝরাত থেকেই সমস্ত ডোমেস্টিক ফ্লাইটের পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। কারণ অবশ্যই করোনা ভাইরাস।
কেন্দ্রীয় নির্দেশিকায় জানানো হয়েছে, বিমানযাত্রার ফলে করোনা ভাইরাসের সংক্রমণ যাতে আর না ছড়িয়ে পড়তে পারে সেই কারণেই দেশের মধ্যেও বিমান পরিষেবা আর চালানো হবে না। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার ভোররাত বা বুধবার থেকে সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র পণ্য পরিবাহী বিমান ছাড়া সব ধরনের বিমান পরিষেবা বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য আন্তর্জাতিক বিমান পরিষেবা ইতিমধ্যেই আগামী এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত এদিনই, কলকাতা বিমানবন্দরে ডোমেস্টিক পরিষেবা বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে উল্লেখ করেছিলেন সমস্ত বিদেশি বিমান অবতরণ বন্ধ হয়ে গেলেও চালু রয়েছে ডোমেস্টিক পরিষেবা। এক্ষেত্রে বাইরের রাজ্য থেকে কলকাতায় প্রবেশ করছেন অনেকে। এই পরিপ্রেক্ষিতে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা আরও বেশি হয়ে যাচ্ছে।