গোটা বিশ্বে যেমন করোনার থাবায় ত্রাহি ত্রাহি রব, তেমনি এই মারণ ভাইরাসের হানায় তটস্থ ভারতও। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত প্রায় চারশোর অধিক মানুষ। মৃত্যু ঘটেছে ৯ জনের। এর মধ্যে অধিকাংশই মহারাষ্ট্রের। আর তাই সোমবার মুম্বইতে প্রতিটি সংবাদপত্র তাদের প্রিন্ট এডিশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। টাইমস অব ইন্ডিয়া গ্রুপ জানিয়ে দিয়েছে, এদিন তাদের মুম্বই সংস্করণ ছাপা হবে না। হিন্দুস্তান টাইমসের কার্যনির্বাহী সম্পাদক শচীন কালবাগ টুইট করে জানিয়েছেন, করোনাভাইরাস নিয়ে নিষেধাজ্ঞার জন্য সোমবার থেকে তাঁদের কাগজ ছাপা হচ্ছে না।
মুম্বইয়ের জনপ্রিয় সংবাদপত্র ‘মিড ডে’ ‘দি ইন্ডিয়ান এক্সপ্রেস’ ও ‘দি হিন্দু’ টুইট করে বলেছে, সোমবার তাদের প্রিন্ট এডিশন বেরোবে না। ‘মিড ডে’ বলেছে, এই আপৎকালীন সময়ে আমাদের সাংবাদিকরা কী খবর সংগ্রহ করলেন, তা জানতে গেলে আপনাকে পড়তে হবে আমাদের ইন্টারনেট সংস্করণ। ‘দি হিন্দু’ জানিয়েছে, করোনাভাইরাস ঠেকাতে মুম্বইতে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেই প্রেক্ষিতে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, আপনাদের পছন্দের সংবাদপত্র সোমবার পাওয়া যাবে না।
‘দি ইন্ডিয়ান এক্সপ্রেস’ বলেছে, ভারতের নানা প্রান্ত যেহেতু লক ডাউন হয়ে আছে, তাই আমরা আপাতত সকলকে আমাদের ই-পেপার বিনামূল্যে পড়তে দিচ্ছি। শুধু তাই নয়, সংবাদ পত্রগুলির পাশাপাশি তাদের ভেন্ডাররাও জানিয়েছেন, তাঁরা কোথাও খবরের কাগজ পৌঁছে দেবেন না। করোনাভাইরাস প্রতিরোধ করার জন্য লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে। সেজন্য খবরের কাগজ ভেন্ডারদের পক্ষে যথাসময়ে পাওয়াও সম্ভব হচ্ছে না।