রাজ্যের আরও এক আমলা ও তাঁর জাপান ফেরত ছেলেকে কোয়ারেনটাইনে পাঠাল নবান্ন। জানা গিয়েছে, জাপান থেকে ওই আমলা-পুত্র দিল্লী আসেন। দিল্লীতে ছেলেকে আনতে যান কর্মীবর্গ দফতরের এই আমলা। শনিবার কলকাতা বিমানবন্দরে নামার পরই দু’জনকে রাজারহাটের কোয়ারেন্টাইনে পাঠায় প্রশাসন।
স্বরাষ্ট্র দফতরের আমলার ছেলের ঘটনার পর সতর্ক ছিল রাজ্য প্রশাসন। তাই কলকাতায় নামতেই এই আমলা ও তাঁর ছেলেকে কোয়ারেনটাইনে পাঠিয়ে দেওয়া হয়। দুজনেরই প্রাথমিক পরীক্ষা করা হয়েছে।
রাজ্যের স্বরাষ্ট্র দফতরের আমলার লন্ডন ফেরত ছেলের করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ার পর বেরিয়ে এসেছিল বিস্ফোরক খবর। আমলা মায়ের সঙ্গে বিলেত ফেরত ছেলের নবান্নে যাওয়া থেকে কলকাতার এখানে সেখানে ঘুরে বেড়ানোর কথা শুনে বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
নবান্নের কর্তারা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পই পই করে বলছেন, এক্ষেত্রে সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাইরের রাজ্য বা দেশ থেকে বাংলায় ফিরলে নিজে থেকেই অন্তত ১৪ দিন ঘরবন্দি হয়ে থাকতে হবে। তবে পর্যবেক্ষকরা বলছেন, দেখা যাচ্ছে এ ব্যাপারে সাধারণ মানুষের সচেতনতা বাড়ছে।