করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। যেখানে ৬৫ বছরের বেশি বয়স্কদের ঘর থেকে বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকায় বলা হয়েছে যে, ৬৫ বছরের ঊর্ধ্বে থাকা মানুষজন এই মুহূর্তে আর বাড়ি থেকে বার হবেন না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বয়স্করা বাড়িতেই সময় কাটান।
শুধু তাই নয় ১০ বছরের কম বয়সী বাচ্চাদের বাড়ি থেকে বার হতেও নিষেধ করা হয়েছে। করোনা ভাইরাস বিষয়ে কেন্দ্রীয় সরকার বিশেষ নির্দেশিকা জারি করল। সেই নির্দেশিকাতেই স্পষ্ট করে বলা হয়েছে, শিশুরা যেন কোনওরকমভাবে বাড়ি থেকে না বের হয়। ইতিমধ্যেই সবকটি রাজ্যে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এই নির্দেশিকা প্রত্যেকটি রাজ্যের মেনে চলা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
এছাড়াও ২২ মার্চ থেকে এক সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে আন্তর্জাতিক উড়ানও। বেসরকারি ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম চালুর কথাও বলা হয়েছে নয়া নির্দেশিকায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দেশে গণ সংক্রমণের কোনও প্রমাণ মেলেনি। কেন্দ্রীয় সরকার সরকারি আমলাদের বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। রোটেশন ভিত্তিতে কাজ করতে হবে, এ কথাও বলা হচ্ছে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকা কর্মীদের বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।