দলের কোনও নেতা প্রার্থী হতে না পারলেই যে প্রকাশ্যে চলে আসে বিজেপির গোষ্ঠীকোন্দল, এ নতুন নয়। গত লোকসভা ভোটের সময়ই দেখা গিয়েছিল গোটা রাজ্যের দিকে দিকে গোষ্ঠীদ্বন্দে জড়িয়ে পড়ছেন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা। কোথাও প্রার্থী হতে না পেরে কোনও নেতা বিদ্রোহ করছেন, তো কোথাও প্রার্থী ‘বহিরাগত’ এই অভিযোগে প্রার্থী বদলের দাবি জানাচ্ছেন স্থানীয় কর্মী-সমর্থকরা। রাজ্যের আসন্ন পুরভোটা এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই তড়িঘড়ি অগ্রিম ব্যবস্থা নিল ভীত গেরুয়া শিবির।
পুরভোটে বিজেপির প্রার্থী হতে চেয়ে ভুরি ভুরি আবেদন জমা দিচ্ছেন নেতা-কর্মীরা। আর সেই আবেদনের সঙ্গেই তাঁদের মুচলেকা দিতে হচ্ছে, দল যদি তাঁদের প্রার্থী না করে তাহলে দলের বিরুদ্ধে কোনও বিদ্রোহ করা যাবে না বা ক্ষোভ-বিক্ষোভ চলবে না। পুরভোটে প্রার্থী হতে না পেরে যাতে কেউ প্রকাশ্যে দলের বিদ্রোহ না করে তা নিয়ে আগেভাগেই বিজেপির শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। যা এককথায় গেরুয়া শিবিরে নজিরবিহীন। এই মুচলেকা দেওয়ার বিষয়টি মঙ্গলবার কলকাতা পুরভোট নিয়ে এক বৈঠকে জানিয়ে দিয়ে গিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।