রাজনীতিতে রং বদলায়! তা বলে রূপা গঙ্গোপাধ্যায়ের গলায় মমতা স্তুতি! এ যাবৎকাল তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে বরাবরই আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গিয়েছে অভিনেত্রী-বিজেপি নেত্রীকে। কিন্তু আক্রমণের পাশাপাশি এবার বিজেপি সাংসদের গলায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শোনা গেল অন্য সুর। ‘মমতা বিরোধী নেত্রী হিসেবে খুব ভাল। সংগঠন চালানোর জন্য উনি খুব ভাল। আমার মা, বন্ধুবান্ধব ওঁকে ভোট দিয়েছিলেন। ‘দিদিকে বলো’ কর্মসূচি খারাপ ছিল না। বিরোধী হলেই সব খারাপ দেখতে হবে, তেমনটা আমি বিশ্বাস করি না।’ এ ভাষাতেই মমতাকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, ‘সংগঠন চালানোর জন্য উনি খুব ভাল। সংগঠন চালানোর গুণগুলো ভাল।’ এরপরই অবশ্য মমতাকে বিঁধে রূপা বলেছেন, ‘তবে উনি প্রশাসক হিসেবে ভাল নয়। ভাল প্রশাসক হতে গেলে পক্ষপাতহীন হতে হয়। কিন্তু সেখানে বারবার পক্ষপাতদুষ্টের প্রমাণ দিয়েছেন। অন্যায়ের সঙ্গে থেকেছেন। এটা ওঁর ভুল হয়ে গিয়েছে।’
মমতা বাহিনীর ‘দিদিকে বলো’ কর্মসূচির প্রশংসা করেছেন রূপা। এ প্রসঙ্গে বিজেপি নেত্রীর মন্তব্য, ‘দিদিকে বলো কর্মসূচি খারাপ ছিল না। বিরোধী হলেই সব খারাপ দেখতে হবে, এটা বিশ্বাস করি না। প্রচেষ্টা খারাপ ছিল না।’ এরপরই বিরোধী নেত্রী রূপার মন্তব্য, ‘তবে এতে উনি সফল হবেন না। উনি যদি প্রথম থেকে যা করেছেন, যেভাবে কাজ করেছেন, সেটা যদি না হত, তাহলে এই পরিস্থিতির মধ্যে যেতে হত না। উনি যদি প্রথম দিন থেকে দলের উপর নিয়ন্ত্রণ করতে পারতেন, তাহলে এদিন আসত না।’
প্রশান্ত কিশোরকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তে মমতা সরকারের সঙ্গে একমত রূপা। এ বিষয়ে বিজেপি সাংসদ বলেছেন, ‘ঠিকই করেছেন। উনি (পিকে) বাইরের রাজ্যের মানুষ। তাঁকে নিরাপত্তা দেওয়াই উচিত।’ উল্লেখ্য, সামনে পুরভোট, তারপর একুশের মেগা ফাইনাল। এই সন্ধিক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে প্রশংসা করলেন বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়, তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।