গত বছরই রাজ্যের বিধায়ক-মন্ত্রী এবং কলকাতা পুরসভার ডেপুটি-মেয়র কাউন্সিলারদের ভাতা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেতন বেড়েছে রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষক, পুর-পঞ্চায়েত কর্মী এবং অধীন সংস্থাগুলির কর্মীদেরও। এবার এসএসকে-এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করল মমতা সরকার। বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে শনিবার মাদ্রাসা কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে৷
মাদ্রাসা স্কুলগুলির মুখ্য সম্প্রসারক-সম্প্রসারিকা, করণিক ও গ্রুপ ডি স্টাফদের বেতন বৃদ্ধির বিষয়টি বেশ কিছুদিন ধরেই রাজ্য সরকারের মাইনরিটি অ্যাফেসার্স এবং মাদ্রাসা এডুকেশন দফতরের নজরে ছিল৷ শুক্রবার মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (সিনিয়র মাদ্রাসা) এবং শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও অশিক্ষক পদের কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ ০১.০৪.২০১৯ থেকে এই বেতনক্রম কার্যকর হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে৷