এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার কিনতে পারেন অনাবাসী ভারতীয়রা। বুধবার এই অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘অনাবাসী ভারতীয়রা যাতে এয়ার ইন্ডিয়ায় লগ্নি করতে পারেন, সে কারণে বিদেশি বিনিয়োগ নীতি বদল করা হয়েছে। ১০০ শতাংশ শেয়ার কিনতে পারেন এনআরআই-রা। এর আগে ৪৯ শতাংশই কিনতে পারতেন। এখন কিনতে পারবেন ১০০ শতাংশ।’
এয়ার ইন্ডিয়ার ঋণ মেটাতে ইতিমধ্যেই এসভিপিতে ২৯,০০০ কোটি টাকা জমা করেছে কেন্দ্র। গত বছরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, চলতি অর্থবর্ষেই এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রোলিয়ামের বিলগ্নীকরণ হবে। তিনি বলেছিলেন, ‘এ নিয়ে এগোচ্ছি, আশা করছি এই অর্থবর্ষের মধ্যেই কাজ সম্পূর্ণ করতে পারব।’ সেই পথে এগিয়েই জানুয়ারির গোড়াতে পদক্ষেপ করল কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত সংস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার নিয়ে তখনই সীতারমন জানিয়েছিলেন, চলতি অর্থবর্ষে সরকার এই প্রতিষ্ঠানগুলি থেকে এক লক্ষ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা রেখেছে। এবার এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারিত্ব অনাবাসী ভারতীয়রাও কিনতে পারবেন বলে ঘোষণা করল মোদীর মন্ত্রিসভা।
