ঠিকা শ্রমিকদের সমস্যা মিটিয়ে গতকালই ছন্দে ফিরেছে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্র ছন্দে ফিরলেও আজ দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ দুপুরে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতর যখন সুরক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রমিকরা সুরক্ষার শপথ নিচ্ছেন, ঠিক তখনই বিদ্যুৎ কেন্দ্রের ভেতর ২২০ কেভি সুইচ ইয়ার্ডের সামনে থেকে ব্যাপক কালো ধোঁয়া উঠতে দেখেন শ্রমিকরা।
সূত্রের খবর, ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখা যায় ওই সুইচ ইয়ার্ডের কাছে ২৩০ ও ২৩১ নম্বর হাই টেনশন লাইনের নিচের অব্যবহৃত জমিতে থাকা শুকনো ঘাস ও ঝোপঝাড় দাউ দাউ করে জ্বলছে। তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। ওই তিনটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার নিরিখে পূর্ব ভারতের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র মেজিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র। এই কেন্দ্র থেকে ২৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডে বিদ্যুৎ কেন্দ্রের তেমন ক্ষতি না হলেও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে সুইচ ইয়ার্ড-সহ বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ।