চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে হরমনপ্রীত বাহিনী। আর ভারতের অল-রাউন্ড পারফরম্যান্সের পিছনে যার হাত তিনি শেফালি বর্মা। এখনও অবধি প্রত্যেক ম্যাচেই নিজেকে অন্য উচ্চতায় মেলে ধরছেন তিনি। ভারতের মহিলা ক্রিকেটের এই টিন-এজ সেনসেশনের মুকুটে যুক্ত হল এক অনন্য পালক। আইসিসি টি-২০ র্যাংকিংয়ে ব্যাটারদের শীর্ষস্থানটা দখল করে নিলেন শেফালি। শুধু তাই নয়, কনিষ্ঠ ভারতীয় (পুরুষ এবং মহিলা) হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন ১৬ বছরের ওপেনার।
মিতালি রাজের পর ভারতের দ্বিতীয় মহিলা ব্যাটার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে শীর্ষস্থান দখল করলেন শেফালি। কেরিয়ারে এখনও অবধি ১৮টি টি-২০ ম্যাচে শেফালির সংগ্রহে দু’টি অর্ধশতরান সহযোগে ৪৮৫ রান। স্ট্রাইক রেট ১৪৬.৯৬, গড় ২৮.৫২। আইসিসি র্যাংকিং’য়ে ব্যাটারদের তালিকায় তাঁকে নিয়ে এল ১৯ ধাপ উপরে। প্রাক্তন কিউয়ি অধিনায়কা সুজি বেটসকে সরিয়ে ব্যাটারদের র্যাংকিং’য়ে প্রথমবারের জন্য দখল করে নিলেন শীর্ষস্থানটা, তাও কনিষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে।
চলতি বিশ্বকাপে গ্রুপ লিগের চারটি ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে ২৯(১৫), ৩৯(১৭), ৪৭(৩৪), ৪৬(৩৪)। ওপেনিংয়ে তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। এমন সময় র্যাংকিং শীর্ষে স্থান করে নেওয়ার বিষয়টি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে যে শেফালিকে আত্মবিশ্বাস জোগাবে, তা নিশ্চিত।
