দিল্লী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের ‘গোলি মারো’ স্লোগান নিয়ে তোলপাড় হয়েছিল দেশ। সেই স্লোগান শোনা গেছিল খোদ কলকাতার রাজপথে অমিত শাহের সভায়। এই ঘটনায় আগেই একজন গ্রেফতার হয়েছে। এবার সোদপুর ঘোলা থেকে গ্রেফতার করা হল আরেক বিজেপি নেতাকে। এই নিয়ে এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হল।
শহীদ মিনারের সভার ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। তাতেই ধৃত বিজেপি নেতাকে প্ররোচনামূলক মন্তব্য করতে দেখা গিয়েছে বলে জানানো হয়েছে। এরপরই মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। এই ঘটনায় আরও ২৫ জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘দেশ কে গদ্দারোঁ কো, গোলি মারো’ স্লোগানকে যে কোনওভাবেই হালকা করে দেখা হবে না। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শহিদ মিনারের মিছিলে এই স্লোগান তোলার জন্য সেই রাত থেকেই ব্যবস্থা নেওয়া শুরু হয়ে যায়। গ্রেফতার করা হয় তিনজনকে।
কলকাতায় রবিবার বিজেপির মিছিল থেকে ‘গোলি মারো’ স্লোগানে কঠোর মনোভাব বুঝিয়ে দিয়েছিল রাজ্য প্রশাসন। সোমবার নেতাজি ইন্ডোরের সভামঞ্চ থেকে তাতে সিলমোহর দেওয়ার পাশাপাশি নিজের কঠোর অবস্থান জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর কথায়, ‘ওই অমানবিক ও দানবিক ভাষা যাঁরা প্রয়োগ করেছেন, তাঁদের কাউকে ছাড়া হবে না। পুলিশ কয়েক জনকে চিহ্নিত করেছে, বাকিদেরও চিহ্নিত করবে’।
