‘গুজরাত মডেলে হিংসা হয়েছে দিল্লীতে। পুলিশকে নিষ্ক্রিয় রাখা হয়েছে। তারপর এতে চড়ানো হয়েছে সাম্প্রদায়িকতার রং। ৭০০ লোক এখনও নিখোঁজ।’ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা থেকে দিল্লীর হিংসা নিয়ে এভাবেই তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সকালে ভিড়ে ঠাসা নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে দিল্লীর হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দিল্লীতে যা হয়েছে তাতে আমাদের অনেকের হৃদয় কাঁদছে, আমরা মর্মাহত, দুঃখিত গত কদিন ধরে যে দিল্লীতে যে মানুষ খুন হয়েছে তা প্ল্যানড জেনোসাইড, গণহত্যা। তার পর তাকে সাম্প্রদায়িক হিংসার চেহারা দেওয়া হয়েছে। আমরা একে ধিক্কার জানাচ্ছি।’
এখানেই থামেননি তৃণমূল নেত্রী। তিনি আরও বলেন, ‘দিল্লীতে ওই গণহত্যার পর কলকাতায় এসেছিলেন (কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ)। একবারও ক্ষমা চাননি। বলছেন, দখল নেবেন। দেখব, কে কোথাকার দখল নেয়। যে দিল্লীতে লোকসভা ভোটে সাতটা আসনে জিতেছে সেখানে রক্ত বয়েছে। আসামে ক্ষমতা দখল করেছে সেখানে মানুষকে ভিটে ছাড়া করছে। কিন্তু মনে রাখতে হবে বাংলা, দিল্লী নয়। এখানে গোলি মেরে কাউকে ওড়ানো যাবে না।’
দিল্লীর হিংসার ঘটনা নিয়ে এর পরই আরও প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, ‘দিল্লীতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়েছে কেন্দ্রের সরকারের উপর। ওদের হাতে পুলিশ রয়েছে, আধা সামরিক বাহিনী রয়েছে, সিআইএসএফ রয়েছে, এসএসবি রয়েছে। তার পরেও এতো মানুষ হিংসার ঘটনা মারা যায় কী করে? আমাকে তো অনেকে বলছে এটা প্ল্যানড জেনোসাইড। ছক করে খুন করা হয়েছে। তাঁর কথায়, এখনও অনেক মানুষের খোঁজ নেই। ৭০০ লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। নালা থেকে লাশ বেরোচ্ছে। এই অন্যায়ের শাস্তি হবেই।’