গত আগস্টে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করে বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়েছিল। এদিন এই বিষয়েই একটি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারকে চ্যালেঞ্জ করে বৃহত্তর বেঞ্চে যাওয়ার দরকার নেই বলেই এদিন জানিয়েছে শীর্ষ আদালত। সাত সদস্য নয়, পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সমর্থ্য বলে সোমবার জানিয়েছে বিচারক। ৩৭০ ধারা খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলাগুলি বৃহত্তর বেঞ্চে যাবে কিনা, সেই বিষয়ে গত ২৩ জানুয়ারি রায় সংরক্ষিত রাখে সুপ্রিম কোর্ট।
গত বছর ৫ আগস্ট জম্মু-কাশ্মীরে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্র। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের থেকে লাদাখকে বিচ্ছিন্ন করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। ৩৭০ ধারা খারিজ করার সাংবিধানিক যৌক্তিকতা নিয়ে তারপর থেকেই আদালতে একাধিক মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে এই মামলাগুলির শুনানি চলছে। বিচারপতি এনভি রামান্নার নেতৃত্বাধীন বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি বি আর গভাই, বিচারপতি সুর্যকান্ত এবং বিচারপতি আর সুভাষ রেড্ডি।
এর আগে কাশ্মীর বিষয়ে ১৯৫৯-এ প্রেম নাথ কৌল বনাম জম্মু-কাশ্মীর এবং ১৯৭০-এ সমপত প্রকাশ বনাম জম্মু-কাশ্মীরের মামলাদুটির রায় পরস্পর বিরোধী। সেই কারণে ৩৭০ ধারা খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলাগুলি বৃহত্তর বেঞ্চে নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়। এর উত্তরে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আগের মামলাদুটি সম্পূর্ণ পৃথক বিষয়ে। একটির সঙ্গে অন্যটির সম্পর্ক নেই। তাই সুপ্রিম কোর্ট জানিয়েছে, বর্তমান মামলাগুলিকে বৃহত্তর বেঞ্চে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা এইমুহূর্তে নেই।