পুর ভোটের প্রস্তুতির জন্য সমস্ত পুরসভার নেতাদের নিয়ে সোমবার নেতাজি ইন্ডোরে সভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে বিজেপির পাশাপাশি তৃণমূল নেত্রীর আক্রমণের নিশানা থেকে বাদ গেল না বাম-কংগ্রেসও। সিপিএম-কংগ্রেস যখন প্রতিনিয়ত তৃণমূল-বিজেপি সেটিংয়ের অভিযোগ তুলছে, তখন মমতাই অভিযোগ তুললেন, বিজেপিকে লাইনে রাখতেই তৃণমূলের সঙ্গে আন্দোলনে আসেনি সিপিএম-কংগ্রেস।
সোমবার ভিড়ে ঠাসা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি বলেছিলাম সিপিএম-কংগ্রেসকে যে, আসুন। একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করি। কিন্তু ওদের পছন্দ হল না। কারণ ওদের বিজেপিকে লাইনে রাখতে হবে।’ গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে শহীদ মিনারের সভা থেকে জোরের সঙ্গে বলে গিয়েছেন, একুশে বিজেপির সরকার হচ্ছেই। শুধু তাই নয়। প্রাক্তন বিজেপি সভাপতির দাবি দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে সরকার গরবে বিজেপি। রাতে নিউটাউনের পাঁচতারা হোটেলের বৈঠকেও দলীয় নেতাদের বলেছেন, এটা বিশ্বাস করুন যে বাংলায় সরকার গড়া সম্ভব। এদিন সেই সূত্র ধরেই বাম-কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানান মমতা। তাঁর বক্তব্য, ‘সিপিএম-কংগ্রেসকে ধরেই ওরা ২০০ আসন পাওয়ার কথা বলছে।’
দিল্লীর হিংসা নিয়েও বাম-কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূলনেত্রী। তাঁর কথায়, ‘দিল্লীতে তো তোমাদের পার্টি অফিস আছে, সংগঠন আছে, যখন এতগুলো লোক মরে গেল তখন কী করছিলে? মুখ লুকিয়ে বসেছিলে? সিপিএম-কংগ্রেসকে দেখলে লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যায়। যখন দেখি এরা শুধু আমাকেই গালাগালি দিচ্ছে।’