মাস খানেক আগেই কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুর দিল্লীর নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে স্লোগান তুলেছিলেন, ‘দেশ কি গদ্দারো কো’, আর সভায় আগত বিজেপির কর্মী-সমর্থকরা গলা মিলিয়ে বলেছিলেন, ‘গোলি মারো শালো কো’। এ নিয়ে সেসময়ই তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। রবিবার খাস কলকাতায় সেই ‘গোলি মারো শালো কো’ স্লোগান দিতে দিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় যান বেশ কয়েকজন বিজেপি সমর্থক। এ কারণে ইতিমধ্যেই আটক করা হয়েছে ৩ জনকে। তবে এবার ‘গোলি মারো’কে সমর্থন করে ফের বিতর্ক তৈরি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর আগেও তিনি ‘গুলি করে মারা উচিত’, ‘কুকুরের মত মারব’-র মত মন্তব্য করেছিলেন। আজ আবারও বললেন, দেশের সম্পত্তি যারা নষ্ট করে তাদের গুলি মারাই উচিত।
এদিন সকালে দিল্লী রওনা দেওয়ার আগে দিলীপ বলেন, কে কোথায় কী স্লোগান দিচ্ছে তা তিনি জানেন না। তবে তিনি মানেন যে, যারা সরকারি সম্পত্তি নষ্ট করে তাদেরকে গুলি করাই উচিত। দিলীপের কথায়, আগেও তিনি এই কথা বলেছেন, এখনও বলছেন, সম্পত্তি নষ্ট করলেই গুলি চলবে। এই মন্তব্য করে স্বভাবতই তিনি যে বিতর্কিত ‘গোলি মারো শালো কো’ স্লোগানের সমর্থনেই কথা বললেন তা আলাদা করে বলার বিষয় নয়। উল্লেখ্য, ‘গোলি মারো শালো কো’ স্লোগান দেওয়ার জন্য রবিবার রাতেই এফআইআর দায়ের করা হয়। তারপরেই নিউ মার্কেট থানা এলাকা থেকে ৩ বিজেপি সমর্থককে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা হল সুরেন্দ্র কুমার তিওয়ারি, প্রেম নারায়ণ তিওয়ারি ও ধ্রুব বসু। তাদের এখন ওই থানাতেই রাখা হয়েছে। আজ তাদের আদালতে পেশ করা হবে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ৫০৫, ৫০৬ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।