টানা কয়েকদিনের হিংসায় ৪৩ টি প্রাণ ঝরেছে দিল্লীতে। একের পর এক হিংসায় কোনও পদক্ষেপ না নেওয়ায় পুলিশের ভুমিকাতেও উঠেছে প্রশ্ন। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে বিজেপি নেতাদের বিরুদ্ধে আদালত পুলিশকে এফআইআর করার নির্দেশ দেওয়ায় বদলি হতে হয়েছে দিল্লী হাইকোর্টের বিচারপতিকে। এহেন সময়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার অজয় রাজ শর্মা। তাঁর দাবি, আমি যদি দিল্লীর দায়িত্বে থাকতাম তাহলে ওই ধরনের মন্তব্য করার অভিযোগে বিজেপি নেতাদের গ্রেফতার করতাম।
তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়ে গ্রেফতার করতাম মন্ত্রী অনুরাগ ঠাকুরকে। আর কপিল মিশ্র যেহেতু মন্ত্রী নন, তাকে গ্রেফতার করতে খুব বিশেষ সমস্যা হত না।’ এছাড়াও দিল্লীর এক পুলিশ কর্তার সামনে কপিল মিশ্রর মন্তব্য ছিল ‘ট্রাম্প যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এরপর আপনাদের কথাও শুনব না আমরা।’ এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ শর্মা বলেন, আমি পদে থাকলে তৎক্ষণাৎ এর ব্যাখ্যা চাইতাম। কেন তাকে আটকানো হয়নি? কেন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি? এর উত্তর দিতে হত ওই পুলিশ কর্তাকে অন্যথায় বরখাস্ত করতাম।
দিল্লী পুলিশের প্রাক্তন কর্তা স্পষ্ট বলেন, ‘অশান্ত সময়ে দিল্লীতে ওই ধরনের উত্তেজক মন্তব্য করার অভিযোগে আমি বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, প্রবেশ ভার্মা ও কপিল শর্মাকে গ্রেফতার করতাম।’