গত শুক্রবার থেকেই নিখোঁজ ছিলেন বীরভূমের তৃণমূল নেতা সুফল বাগদি। খোঁজ না পেয়ে থানায় অভিযোগও করা হয়েছিল পরিবারের তরফে। আর তারপরই শনিবার রাতে তাঁর দেহ উদ্ধার হয় মুর্শিদাবাদের এক নালা থেকে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সূত্রের খবর, অনুব্রত ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত ছিলেন সুফল।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার বড়ঞ্চা এলাকায় মাঠের পাশে এক নর্দমা থেকে মৃতের পচা-গলা দেহ উদ্ধার করা হয়েছে। দেহে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। শুক্রবার থেকেই নিখোঁজ ছিলেন জোড়াফুল শিবিরের এই নেতা। কোনও সূত্র ধরেই খোঁজ পাওয়া যাচ্ছিল না নিখোঁজের। শেষ অবধি তদন্তে নামে পুলিশ। আর তারপরই গত শনিবার রাতে বীরভূম-মুর্শিদাবাদ সীমানাবর্তী অঞ্চলে দেহ উদ্ধার হয়। এই খুনের তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এলাকাবাসীর দাবি, বিজেপির দুষ্কৃতীরাই সুফলকে পরিকল্পনা মাফিক খুন করেছে।
মৃতদেহের মুখ ভারী কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। মাথা ও দেহে রয়েছে একাধিক ক্ষতের চিহ্ন। থানা সূত্রে জানানো হয়েছে, খুনের পেছনে কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের এবং দলের সদস্যদেরও জিজ্ঞাসা করা হয়েছে। প্রত্যেকেই বিজেপির স্থানীয় নেতৃত্বের দিকেই আঙুল তুলেছে।