আসানসোলে ডিআরএম অফিস গেটের সামনে শুক্রবার এক ধর্ণা বিক্ষোভ হয়। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত ইষ্টার্ণ রেলওয়ে তৃণমূল মেনস কংগ্রেসের ডাকে এই ধর্ণায় উপস্থিত ছিলেন দোলা সেন। বিভিন্ন বিষয়ে কেন্দ্রের বাংলার প্রতি উদাসীনতা, বঞ্চনা ইত্যাদি নিয়ে সেখানেই তীব্র ভাষায় কেন্দ্রকে আক্রমণ করলেন আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ দোলা সেন। তিনি বললেন, “ ৫৬ ইঞ্চির ছাতির লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায় মডেলের কথা শুনতে চায় না”।
দোলা সেন বলেন, ‘আমরা বারবার সংসদে মমতা বন্দোপাধ্যায়ের মডেলের কথা বলার চেষ্টা করেছি। ৫৬ ইঞ্চির ছাতির লোকেরা শুনলে তো? তাদের তো দুকান কাটা।’ আরও বলেন, ইতিহাস সাক্ষী আছে কুৎসা, অপপ্রচার, মিথ্যা, অসত্য, ষড়যন্ত্র বেশীদিন চলে না। একদিন সত্যের জয় হবেই।
দোলা সেন বলেন, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দোপাধ্যায় নিজে অর্ডার নিয়ে আসতেন যাতে জেসপ, বার্ণ স্ট্যান্ডার্ড, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বাঁচে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সব সময় শ্রমিকদের কথা ভাবেন। রাজ্যের বন্ধ হয়ে যাওয়া চা বাগান খোলোনোর ব্যবস্থা করেছেন। বন্ধ হয়ে যাওয়া মিলের শ্রমিকদের কাজের ব্যবস্থা করেছেন। তাঁরা কেউ আজ বেরোজগেরে নেই।