যখন তখন বিরোধীদের উদ্দেশ্যে কুমন্তব্য করাতে বিজেপির সায়ন্তন বসুর জুড়ি মেলা ভার। এবার ফের বেলাগাম সায়ন্তন। ছাড়িয়ে গেলেন শালীনতার সীমানা। শ্রীরামপুরে দলীয় কর্মীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তৃণমূলকে উদ্দেশ্য করে রীতিমতো অশালীন ভাষা প্রয়োগ করলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। এদিন সায়ন্তন শালীনতার গণ্ডি ছাড়িয়ে তৃণমূল কংগ্রেসকে নাম না করে হিজরেদের সঙ্গে তুলনা করে আক্রমণ শানালেন। এদিন তিনি কাউন্সিলরদের কটাক্ষ করে বলেন, পৌর উন্নয়ন রাস্তাঘাটে দেখা যায় না, পৌর উন্নয়ন দেখতে গেলে তৃণমূল কাউন্সিলরদের ঘরে যেতে হবে।
তিনি কটাক্ষ করে বলেন, ‘পাশের বাড়িতে ছেলে হলে কারা নাচতে যায় জানেন, তাদের কী বলে জানেন? পশ্চিমবঙ্গের তৃণমূলের এখন সেই অবস্থা।’ তবে এই ধরনের মন্তব্যে বিজেপির রাজ্য সম্পাদক যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে অপমান করেছেন এ নিয়ে এলাকার মানুষও ক্ষুব্ধ।
এদিন তিনি বলেন আগামী পৌর নির্বাচনে বেঙ্গালুরু, ম্যাঙ্গালুরু, মহারাষ্ট্র, পানাজিতে যে পুরসভাগুলি বিজেপির দখলে সেগুলির উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরবেন। তিনি এও বলেন, সঠিকভাবে নির্বাচন হলে তৃণমূল প্রার্থী দিতে পারবে না, বিজেপি সেক্ষেত্রে বেশির ভাগ পুরসভা দখল করবে।