দিল্লী বিধানসভা নির্বাচনে গোহারা হেরেছে বিজেপি। আর সেই হারের বদলাই এভাবে দাঙ্গার মাধ্যমে নিচ্ছে বিজেপি। রাজধানীর গত ৩ দিনের হিংসার ঘটনায় এমনই মন্তব্য করলেন আরজেডি নেতা তথা লালু পুত্র তেজস্বী যাদব। রাজধানীতে ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৬২টি আসনে জিতে ক্ষমতায় ফিরেছে আপ। বিজেপি পেয়েছে মাত্র ৮টি আসন। মানুষ বিজেপিকে ভোট দেয়নি। বিধানসভায় নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি নেতা মন্ত্রীরা যে উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন, সাধারণ মানুষ তা পছন্দ করেনি। ভরসা রেখেছেন কেজরির উন্নয়নের ওপর। দিল্লির বিধানসভা নির্বাচনে তাই প্রমাণ হয়ে গিয়েছে।
সেই কারণেই দিল্লীর মানুষকে শিক্ষা দিতে ভোট মিটতে এমন হিংসার রাস্তা নিল বিজেপি। এদিন এমনটাই দাবি করেছেন তেজস্বী। নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন তেজস্বী। তিনি লেখেন, ‘দিল্লীবাসীর কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যাতে নিজেদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব রক্ষা করে। ভগবান রাম, বুদ্ধ, গুরুনানক, খাজা গরিব নওয়াজ, গান্ধী ও আম্বেদকরের দেশে হিংসার কোনও স্থান নেই। আমরা ভারতবাসী আমাদের সরল ভালোবাসাই আমাদের একসূত্রে বেঁধে রাখে।’
শুধু তাই নয় তেজস্বীর দাবি, অন্য সব প্রসঙ্গ থেকে নজর ঘোরাতেই দিল্লীতে সংঘর্ষ বাঁধিয়েছে বিজেপি। প্রসঙ্গত, চলতি বছরের শেষ দিকেই বিহারে বিধানসভা নির্বাচন। দিল্লীর প্রসঙ্গে তেজস্বীর এই মন্তব্যে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এখন থেকেই বিজেপির বিরোধিতা করে নির্বাচনী প্রস্তুতে নেমে পড়েছে আরজেডি। বিহারের মানুষকে বুঝতে হবে, বিজেপি যেভাবে হিংসার রাজনীতি করছে, তাতে বেশিদিন এভাবে চলতে পারে না। এধরনের সাম্প্রদায়িক দলকে অচিরেই বিনাশ করতে হবে, এমনটাই মত তেজস্বীর।