বিগত ৩ দিন ধরেই উত্তর-পূর্ব দিল্লীর জাফরাবাদ সহ বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হয়েছে দাঙ্গা পরিস্থিতি। আর রাজধানীর বর্তমান এই পরিস্থিতির জন্য কেন্দ্র ও দিল্লীর আপ সরকারকেই দায়ী করল কংগ্রেস। হিংসা থামিয়ে শান্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেছে সোনিয়া গান্ধীর দল।
বুধবার দিল্লীতে দলের সদর দফতরে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাজধানীর পরিস্থিতি নিয়ে সবিস্তার আলোচনা হয়। এই কমিটির গ্রহণ করা রেসোলিউশনে বলা হয়েছে, ‘এটা দুই সরকারের সম্মিলিত ব্যর্থতা, যার ফলে রাজধানীতে এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আর পরিস্থিতিও দিন দিন আরও খারাপ হচ্ছে।’ এখানেই না থেমে আরও বলা হয়েছে যে, ‘পরিস্থিতি খতিয়ে দেখার পর আমাদের মত যে দায়িত্বে থাকা লোকেদের প্রকাণ্ড ব্যর্থতা, যার দায় কেন্দ্রীয় সরকার ও বিশেষত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নিতে হবে এবং অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’
কংগ্রেসের বৈঠকে এ দিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, গুলাম নবি আজাদ, একে অ্যান্টনি, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও অন্যান্যরা। যদিও বিদেশে থাকার কারণে এই বৈঠকে ছিলেন না রাহুল গান্ধী। দিল্লী নির্বাচনের সময় ও গত কয়েকদিন বিজেপির নেতারা উস্কানিমূলক মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেছে কংগ্রেস। এছাড়াও সোনিয়া গান্ধী বলেছেন, ‘দিল্লীর মুখ্যমন্ত্রী কোথায়? যেখানে তাঁর এলাকায় দাঙ্গার আগুন জ্বলছে, সেখানে কেন তিনি হাত গুটিয়ে ঘরে বসে!’