যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটাল বিসিসিআই। এশিয়া একাদশে কোন কোন ভারতীয় ক্রিকেটারকে পাঠানো হবে সেই বিষয়ে জানালেন বোর্ড। এশিয়া একাদশের হয়ে খেলার জন্য অধিনায়ক বিরাট কোহলি-সহ মোট চারজন ক্রিকেটারকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অধিনায়ক বাদে বাকি তিনজন হলেন, ওপেনার শিখর ধাওয়ান, দলের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি, এবং স্পিনার কুলদীপ যাদব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বছরভর একাধিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ। এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের এই টুর্নামেন্টও তারই অংশ। দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্টের প্রস্তুতি চলছিল।
বাংলাদেশের তরফে প্রাথমিকভাবে ভারতের কাছে সাতজন ক্রিকেটারকে চাওয়া হয় এশিয়া একাদশের হয়ে খেলার জন্য। সেই সাতজন ক্রিকেটার হলেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি। সেই প্রস্তাব নিয়ে আলোচনার পর বিসিসিআই প্রাথমিকভাবে চার জনকে বাংলাদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, ৩ ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে বাংলাদেশে এবং শেষ ম্যাচটি হবে ভারতে আহমেদাবাদের নবনির্মিত মোটেরা স্টেডিয়ামে। কিন্তু, পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামটি এখনও পুরোপুরি প্রস্তুত না হওয়ায় শেষ ম্যাচটি বাতিল করা হয়। পরিবর্তে ১৮ এবং ২১ মার্চ এই দু’দিন ম্যাচদুটি আয়োজিত হবে।