আগামী ২৪ ফেব্রুয়ারি সস্ত্রীক ২ দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমবারের জন্য ভারতে আসার আগে তিনি দাবি করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি তাঁকে বলেছেন, দেশের প্রায় ৭০ লক্ষ থেকে ১ কোটি মানুষ তাঁকে স্বাগত জানানোর জন্য থাকবেন। কিন্তু মোদী সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে, ট্রাম্পকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে পারেন প্রায় ১ লক্ষ মানুষ। এই প্রেক্ষিতেই বিজেপি সরকারকে একহাত নিয়ে নতুন ‘বিজ্ঞাপন’ দিল কংগ্রেস। বলা হল, চাকরি রয়েছে, যাতে শূন্যপদ ৬৯ লক্ষ।
কংগ্রেসের তরফে টুইটে একটি ‘বিজ্ঞাপন’ দিয়ে বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প নাগরিক অভিনন্দন সমিতি’ থেকে চাকরিতে যোগদান করানো হচ্ছে। যেখানে কাজ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখে হাত নাড়ানো! এখানে ৬৯ লক্ষ শূন্যপদ রয়েছে। এই চাকরিতে যোগদান করলেই মিলবে আচ্ছে দিন! ভোটপ্রচারে বেরিয়ে মোদী প্রত্যেক বছরে ২ কোটি চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি রাখতে পারেননি। তাকে কটাক্ষ করেই কংগ্রেসের এই টুইট, যা এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, ট্রাম্প খোদ বলেছেন যে ৭০ লক্ষ লোক তাঁকে স্বাগত জানাবে। কিন্তু অন্যদিকে, বিজেপি বলছে, উপস্থিত থাকবে ১ লক্ষ। সুতরাং, মোদী সরকারের ‘লজ্জা’ বাঁচাতে আরও ৬৯ লক্ষ লোক তো দরকারই। সেই প্রেক্ষিতেই কংগ্রেসের তরফে এই ৬৯ লক্ষের শূন্যপদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। এ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্যও করেননি বিজেপির নেতা-মন্ত্রীরা।