প্রয়াত অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পালের দেহ মঙ্গলবার রাতেই এসেছে কলকাতায়। তাঁকে শেষ শ্রদ্ধা জানানো যাবে আজ বুধবার। মরদেহ রাখা হয়েছে রবীন্দ্রসদনে।
বাংলা সিনেমার এই জনপ্রিয় অভিনেতা মঙ্গলবার ভোরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। অনেক দিন ধরেই স্নায়ু এবং রক্তচাপের সমস্যায় ভুগছিলেন তাপস। চলছিল নিয়মিত চিকিৎসাও। কিন্তু শেষ রক্ষা হল না।
সম্প্রতি মুম্বই গিয়ে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন । মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ায় ৬ ফেব্রুয়ারি তাঁকে ভেন্টিলেশন থেকে বার করা হয়। সোমবার তাঁর কলকাতা ফিরে আসার কথা ছিল। কিন্তু মুম্বই বিমানবন্দরে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার ভোররাত ৩.৩৫ নাগাদ মারা যান অভিনেতা।
মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে আসে তাঁর মরদেহ। সেখান ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় গল্ফ ক্লাব এলাকায় তাঁর বাসভবনে। রাতে দেহ থাকে মধ্য কলকাতার পিস হাভেনে। বুধবার বেলা ১১টা থেকে শেষ শ্রদ্ধার জন্য তিনি ঘণ্টার জন্য দেহ রাখা হচ্ছে রবীন্দ্রসদনে। তারপর নিয়ে যাওয়া হবে টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও। পরে তারপর কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।