আজ ভোররাতে প্রয়াত হয়েছেন অভিনেতা তাপস পাল। দীর্ঘদিন ধরেই স্নায়ুজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ১ ফেব্রুয়ারি মেয়ের কাছে যাওয়ার জন্য বিমানবন্দর পৌঁছেছিলেন তিনি। তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় মুম্বইয়ের হাসপাতালে। প্রায় দু’সপ্তাহ ধরে হাসপাতালেই ছিলেন তিনি। কিন্তু তাঁর শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। মঙ্গলবার ভোররাতে দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। তখনই তিনি মারা যান। তাঁর মৃত্যুসংবাদে শোকস্তব্ধ টলিউড। কলকাতায় আসার জন্য তাঁর দেহ নিয়ে মুম্বই থেকে রওনা দিয়েছেন পরিজনরা। যদিও তাঁদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বুধবার কেওড়াতলা মহাশ্মশানে অভিনেত্রীর শেষকৃত্য হওয়ার কথা। তার আগে তাঁর দেহ শায়িত থাকবে রবীন্দ্রসদনে। সেখানে অভিনেতাকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন বিশিষ্ট ব্যক্তিরা। তারপরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিশিষ্ট এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছবে। বুধবার সকালে ১১টা থেকে তাঁর দেহ শায়িত থাকবে রবীন্দ্রসদনে। সেখানেই প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বরা। অনুরাগীরাও এদিন শ্রদ্ধা জানাতে পারবেন তাঁদের প্রিয় নায়ককে। তারপর কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন চিরঞ্জিৎ, ইন্দ্রাণী দত্ত, রচনা বন্দ্যোপাধ্যায়, দেবশ্রী রায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা। গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল সংসদ সদস্য তাপস পাল ১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্মগ্রহণ করেন। অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তারপর তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। এর পর শুরু হয় একের পর এক হিট ছবি।
তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিচালক হরনাথ চক্রবর্তী। দীর্ঘদিন দিন ধরেই বন্ধুত্ব । প্রয়াত অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্ক নায়ক-পরিচালকের নয়। গুরুদক্ষিণা, সংঘর্ষ, আজকের সন্তান-এর মত বহু ছবি তাঁরা এক সঙ্গে কাজ করেছেন। এ দিন তিনি বলেন, ‘খেতে খুব ভালোবাসত তাপস। একজন ভালো অভিনেতাকে হারাল টালিগঞ্জ।