সিএএ, ৩৭০ ধারা রদ, ট্রাম্পের সফর ঘিরে উচ্ছ্বাস-সহ বিভিন্ন বিষয়ে প্রাক্তন জোটসঙ্গী বিজেপিকে ফের তুলোধনা করল শিবসেনা। গত রবিবার বারাণসীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের জোর গলায় বলেছিলেন সিএএ নিয়ে পিছু হঠবে না সরকার। সেই ইস্যুতে শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’–তে সোমবারের সম্পাদকীয়তে মোদী এবং অমিত শাহকে ঠুকে লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন তাঁরা সিএএ এবং ৩৭০ ধারা রদ নিয়ে পিছোবেন না। আমরা জানতে চাইছি, কারা আপনাদের চাপ দিচ্ছে পিছোতে।’
শিবসেনার কথায়, ‘৩৭০ ধারা বিলোপের পরও কাশ্মীরী পণ্ডিতদের অবস্থা শুধরোয়নি। কাশ্মীরের পরিস্থিতি এখনও রহস্যে মোড়া। দেশে সিএএ–র বিরোধিতা হয়েই চলেছে। এব্যাপারে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ঠিক কী সেই প্রশ্ন করে ‘সামনা’–য় শিবসেনার পরামর্শ, দিল্লী বিধানসভায় যখন এই তত্ত্ব খাটল না তখন মোদী এবং শাহ–র এই পথ থেকে সরে আসা উচিত।’
–
সম্পাদকীয় আরও লেখা হয়েছে, ‘সরকার দাবি করেছিল ৩৭০ ধারা বিলোপের পরই কাশ্মীর ভারতের সঙ্গে জুড়েছে। এটা সম্পূর্ণ ভুল। কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল।’ ট্রাম্পের ভারত সফরের জন্য দিল্লীর উদগ্রীব হয়ে অপেক্ষা করাকেও ‘সামনা’–য় ঠুকে শিবসেনা লিখেছে, এটাই ভারতের ‘দাসত্ব মানসিকতার প্রতিফলন’। উপমা হিসেবে প্রাক স্বাধীনতা আমলে ব্রিটিশ রাজা, রানিদের ভারতের মতো বিভিন্ন ব্রিটিশ কলোনিগুলোয় সফরের ঘটনাকে তুলে ধরে শিবসেনার কটাক্ষ, ‘ট্রাম্পের সফর অর্থনীতির উত্থান ঘটাবে না বা দলিত, দরিদ্রদের উন্নয়ন করবে না। সরকারের উচিত বেশি কথা না বলে কাজ করা।’ তবে বাংলাদেশি এবং পাকিস্তানের অবৈধ নাগরিকদের দেশছাড়া করার ব্যাপারে নিজেদের কড়া অবস্থান বজায় রেখেছে শিবসেনা।