আজ ভোরেই প্রয়াত হয়েছেন বাংলার অভিনেতা তাপস পাল। তার মৃত্যুতে শোকাহত টলিউড। টলিউডের পাশাপাশি বলিউডের সিনেমাতেও অভিয়ন করেছেন তিনি। ১৯৮৪ সালে মাধুরি দীক্ষিতের বিপরীতে অবোধ ছবিতে অভিনয় করেন। সাহেব ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান তাপস পাল।
১৯৫৮-র ২৯ সেপ্টেম্বর চন্দননগরে জন্ম হয় তাপস পালের। মাত্র ২২ বছর বয়সে দাদার কীর্তি সিনেমায় অভিনয় দিয়ে, রূপোলি জগতের সঙ্গে পরিচিত হন তিনি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক বাংলা ছবিতে তিনিই নায়ক।
১৯৮৪-তে মাধুরীর বিপরীতে ‘অবোধ’ ছবিতে অভিনয় করেন তিনি। মাধুরী সেখানে সদ্য বিয়ে হওয়া এক সরল মেয়ে। আর তাপস পাল তাঁর স্বামী। বিয়ের মানেই বোঝে না মাধুরী। তাঁর চরিত্রের নাম ছিল ‘গৌরী।’ আর তাপস পাল তাঁর স্বামী ‘শঙ্কর। ২০০৯ সালে রাজনীতিতে আসেন তাপস পাল। তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হন কৃষ্ণনগর থেকে।
চিকিৎসার জন্য গত ২৮ জানুয়ারি কলকাতা থেকে মুম্বইতে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপরই মুম্বই থেকে তাপস পালকে আমেরিকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করা হয় কিন্তু তাঁর মাঝেই মঙ্গলবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।