গতকাল একইদিনে ভারতীয় খেলাধুলোর ইতিহাসে নজির গড়লেন দুই আলাদা ক্রীড়াজগতের ক্রীড়াবিদ মনপ্রীত সিংহ ও অমিত পঙ্ঘাল। জাতীয় হকি দলের অধিনায়ক আন্তর্জাতিক হকি সংস্থার বিচারে প্রথম ভারতীয় হিসেবে বর্ষসেরার সম্মান পেলেন মনপ্রীত। যা ২০১৯-এ তাঁর অনবদ্য হকি খেলার স্বীকৃতি। আর অন্যদিকে, বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপোজয়ী অমিত আইওসি-র বক্সিং টাস্ক ফোর্সের বিচারে ৫২ কেজি বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান লাভ করলেন।
আগামী মাসে বক্সিংয়ে অলিম্পিক্সের এশীয় পর্যায়ের যোগ্যতা অর্জন টুর্নামেন্ট। তার আগে অমিতের এক নম্বরে ওঠা ভারতীয় বক্সিংয়ের ইতিহাসে নিঃসন্দেহে বড় ঘটনা। শেষ বার কোনও ভারতীয় হিসেবে ২০০৯ সালে এই স্বীকৃতি পান বিজেন্দ্র সিংহ। আর এবার ৭৫ কেজি বিভাগে বিশ্বচ্যাম্পিয়নশিপে বোঞ্জজয়ী বিজেন্দ্রর পরে নতুন নজির গড়লেন অমিত।
এদিকে, হকিতে মিডফিল্ডার মনপ্রীত সিংহ বর্ষসেরা প্রথম ভারতীয় হকি তারকা। তাঁর লড়াইটা ছিল বেলজিয়ামের আর্থার ফান ডরেন (দ্বিতীয়) ও আর্জেন্টিনার লুকাস ভিয়ার (তৃতীয়) সঙ্গে। মনপ্রীত পেয়েছেন ৩৫.২ শতাংশ ভোট। এই ভোট দেয় বিভিন্ন দেশের জাতীয় সংস্থা, সংবাদমাধ্যম, হকিপ্রেমী ও খেলোয়াড়েরা। ফান ডরেন পেয়েছেন ১৯.৭ শতাংশ ভোট এবং ভিয়া ১৬.৫। কাল প্রথম স্থান অর্জনের পরই হকি ইন্ডিয়া টুইটারে অভিনন্দন জানিয়েছে মনপ্রীতকে। ইতিমধ্যেই দেশের হয়ে ২৬০টি ম্যাচ খেলেছেন তিনি। গত বছর তাঁর নেতৃত্বেই ভারতীয় দল অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে।
বিশ্বসেরার পুরস্কার পেয়ে ভারতীয় হকি তারকার প্রতিক্রিয়া, ‘সত্যিই ভাবিনি এই পুরস্কার কোনওদিন পাব। আমি আপ্লুত। এই পুরস্কার এখনকার ভারতীয় দলকে উৎসর্গ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমার শুভাকাঙ্ক্ষী ও ভক্তদেরও। যাঁরা ভোট দিয়েছেন তাঁদেরকেও আমার তরফ থেকে অনেক ভালবাসা। এই পুরস্কার আমার একার নয়। সামগ্রিক ভাবে ভারতীয় হকির।’
বক্সিংয়ে প্রথম স্থানে উঠে এসে উল্লসিত বক্সার অমিতও। তাঁর মন্তব্য, ‘এক নম্বর হওয়া অসাধারণ অনুভূতি। সব চেয়ে বড় কথা অলিম্পিক্স কোয়ালিফায়ার্সে বাছাই তালিকার উপরের দিকে থাকব। তা ছাড়া এই সম্মান আত্মবিশ্বাসও বাড়িয়ে দিল। আশা করছি টোকিওর টিকিট নিশ্চিত করে দেশের মানুষকে আরও গর্বিত করব।’