ঠিকাদারদের কাজে অসন্তুষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় প্রশাসনিক সভা থেকেই সেই অসন্তোষ এবং ক্ষোভ প্রকাশ করলেন তিনি। সারেঙ্গায় জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনা তুলে বুধবার মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘কেন বার বার এমন ঘটনা ঘটছে?’ এরপরই কার্যত হুঁশিয়ারী দিয়ে তিনি জানান, ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার।
দু’দিনের সফরে বাঁকুড়ায় আছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই সমাবেশ থেকে বিজেপিকে একহাত নিয়েছিলেন তিনি। পাশাপাশি বাঁকুড়ায় তৃণমূল সরকারের আগে কোনও উন্নয়ন হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন প্রশাসনিক বৈঠক থেকে খড়্গহস্ত হয়ে উঠেছেন ঠিকাদারদের উপর। মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন বার বার ভেঙে পড়ছে জলের ট্যাঙ্ক? ভাঙলে ওদেরই ঠিক করতে হবে।’ এরপরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ‘কড়া আইন আনার কথা ভাবছি। এমন আইন অআনব, ঠিকাদারদের সব ক্রোক করে নেব।’
পাশাপাশি সামনে পুরভোটের কথা মাথায় রেখে জেলার আমলাদেরও চাপে রাখছে সরকার। কাজের অগ্রগতির বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে জেলাশাসকদের কাছ থেকে। এদিন তাঁর বার্তা, ‘মানুষ ভুল বুঝলে তাঁদের বাড়ি গিয়ে ক্ষমা চাইতে হবে।’