রাজধানীতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভোট গনণা। এখনও অবধি যা ফলাফল তা দেখে মনে হচ্ছে দিল্লীর মুখ্যমন্ত্রীর পদে আবারও বসবেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু এই ভোট গনণার দিনে আবারও শাহিনবাগের কথা তুলে আনলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। তিনি বললেন, ‘দেশদ্রোহীদের গুলি মারতে বলার মধ্যে ভুল কোথায়!’
রাজধানীতে যারা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন তাঁদেরকেই দেশদ্রোহী বলে মন্তব্য করেন বিজেপি নেতারা। গত মাসে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর শাহিনবাগের প্রতিবাদীদের উদ্দেশে বলেছিলেন, “গোলি মারো শালো কো”। রাজনৈতিক মহলে এই নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই কথাকেই সমর্থন করে ফের বিতর্কে জড়ালেন রমেশ বিধুরি। জোর গলায় তিনি বলেন, “দেশদ্রোহীদের গুলি করতে বললে ভুল কোথায়? এই ধরনের লোকেদেরই ( দেশদ্রোহী ) তো শুনানির পরে ফাঁসিতে ঝোলানো হয়।”
এছাড়াও এদিন দিল্লীতে আম আদমি পার্টির এগিয়ে থাকার কারণ হিসেবে কেজরিওয়ালের ফ্রিতে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতিকেই তুলে ধরেছেন বিজেপি সাংসদ। তাঁর কথায়, “ভোটের আগেই দিল্লীর বাসিন্দাদের জন্য ফ্রিতে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই প্রতিশ্রুতি কাজে দিয়েছে”।