পোশাক নিয় বিতর্কিত মন্তব্য করলেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য রঘুরাজ সিং। তিনি বলেন, দেশে বোরখা নিষিদ্ধ হওয়া প্রয়োজন। দেশে এই পোশাকের অপব্যবহার হচ্ছে। দিল্লীর শাহিনবাগ আন্দোলনের প্রেক্ষিতে তিনি বলেন, “দেশে বোরখা নিষিদ্ধ করে দেওয়া উচিত। শ্রীলঙ্কা, জাপান ও আমেরিকার পাশাপাশি অমুসলিম দেশগুলো ইতিমধ্যে বোরখা নিষিদ্ধ করেছে। তা হলে ভারতে নয় কেন?” কেন্দ্র ও রাজ্যের কাছে এই মর্মে আর্জিও জানান বিজেপির এই মন্ত্রী।
এ প্রসঙ্গে সিএএ বিরোধী মুসলিম আন্দোলনকারীরা তীব্র আক্রমণ করেন। শুধু তাই নয়, কড়া প্রতিক্রিয়া দিয়েছেন লখনউয়ে সিএএ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া মহিলারা। তাঁরা বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, মন্ত্রীর মন্তব্যে তাঁর দলের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। এই ইস্যুতে তাঁরা গুঞ্জা কাপুরে প্রসঙ্গও টেনে আনেন। তাঁদের কথায়, “বোরখা নিয়ে যখন এত আপত্তি, তাহলে কেন বিজেপি দলীয় সমর্থকদের বোরখা পরিয়ে সিএএ বিরোধী মিছিলে পাঠাচ্ছেন!”
এই ঘটনার পর বিজেপির এই নেতাকে শোকজ করা হয়েছে। যোগী আদিত্যনাথের সরকার এই বিতর্ক থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছে। নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র, মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং বলেন, “এটা কখনোই সরকারের দৃষ্টিভঙ্গি নয়। আমরা প্রত্যেকের পোশাকের স্বাধীনতায় বিশ্বাস করি। ওই মন্ত্রীর বক্তব্যে আরও সংযম থাকা উচিত ছিল”।