শনিবার অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে বিরাট কোহালিকে নবম বারের জন্য আউট করেছিলেন টিম সাউদি। কোহালির বিরুদ্ধে তিন ধরনের ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফলতম বোলার হলেন তিনি।
মঙ্গলবার নিয়মরক্ষার তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। সিরিজের প্রথম দুই একদিনের ম্যাচ জিতেছে ব্ল্যাক ক্যাপসরা। ফলে, টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে কিউয়িদের সামনে।
সোমবার তৃতীয় একদিনের ম্যাচের আগে বিরাটের সঙ্গে দ্বৈরথ নিয়ে সাউদি বলেছেন, “কোহালি হল উচ্চমানের ক্রিকেটার। ওর খুব একটা দুর্বলতাও নেই। আমার মনে হয় নতুন বলে উইকেট থেকে সাহায্য মিলছে। যদি ঠিক জায়গায় বল ফেলা যায়, তবে ব্যাটসম্যানকে প্রশ্নের সামনে দাঁড় করানোর মতো অনেক কিছুই ঘটছে।”
টিম বলেন, “আমার কাজই হল উইকেট নেওয়া। আর বিরাট একজন গ্রেট ক্রিকেটার। দুর্দান্ত ফর্মেও রয়েছেন তিনি। বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে ও অস্বাভাবিক রকমের অবিশ্বাস্য। তাই ওকে ফেরত পাঠাতে পারলে সত্যি দারুণ লাগে। তবে আমি জানতাম না যে বিরাটকে সবচেয়ে বেশি বার আমিই আউট করেছি।” অর্থাৎ, তিনি এই রেকর্ডের কথা আগে জানতেনই না এই বিষয়টা।