সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় গোটা দেশেই জ্বলছে প্রতিবাদের আগুন। প্রায় দেড় মাসের বেশি সময় ধরে সিএএ-বিরোধী অবস্থান চলছে দিল্লীর শাহিনবাগেও। দিল্লীর বিধানসভা ভোটের আগে যা নিয়ে বেজায় চাপে পড়তে হয় বিজেপিকে। নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ- সকলের ভাষণেই উঠে এসেছে শাহিনবাগ আন্দোলন নিয়ে নানা হুঁশিয়ারি, বিতর্কিত মন্তব্য। কিন্তু এত হুমকি-হুঁশিয়ারিকে তুচ্ছ করে আন্দোলনের ঝাঁঝের মধ্যেই ভালবাসার ফুল ফুটল শাহিনবাগে। আন্দোলনের মাঝই প্রেমের সম্পর্কে জড়ালেন দুই যুবক-যুবতী। খুব শিগগিরই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত ৫০ দিন ধরে দিল্লীর শাহিনবাগে চলছে আন্দোলন। সেখানেই প্রথমে চোখাচোখি ও পরে আলাপ। কয়েকদিন ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালানোর সময়ই কখন ভালবাসার বন্ধনে জড়িয়ে পড়েছেন এই যুগল। জানা গিয়েছে, দুজনের পরিবারও একে-অপরের পরিচিত হয়ে উঠেছে। ধরনায় বসাকালীনই কথাবার্তা শুরু হয় মেডিক্যালের ছাত্র জুনেইদ ও সামারের মধ্যে। সেই সম্পর্কই কয়েকদিনের মধ্যে আরও গভীর হয়। জুনেইদ তাঁর পরিবারকে সবটা জানালে তারা বিয়েতে রাজি হয়ে যান। শুধু জুনেইদ ও সামারই নয়, শাহিনবাগ মিলিয়ে দিয়েছে আরও এক যুগলকে। ৮ তারিখ বিয়ে হচ্ছে জিশান ও আয়েশার। তাঁদের পরিবার আগে থেকেই একে-অপরকে চিনলেও কখনও নিকাহ করার কথা আগে ভাবেননি তাঁরা। তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় শাহিনবাগেই। রোজ আন্দোলনের সময় কথাবার্তা থেকেই প্রেমের জন্ম।