মহাত্মা গান্ধীকে নিয়ে আলোচনা কেন? কট্টর ডানপন্থীদের এহেন হুমকিতে বাতিলই করে দেওয়া হল পুনের একটি কলেজের আলোচনা সভা। ঘটনাটি শুক্রবারের। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল গান্ধীজির প্রপৌত্র তুষার গান্ধীর। জাতির জনক প্রসঙ্গে নিজের বক্তব্য রাখতেন তিনি। কিন্তু আচমকাই অনুষ্ঠানটিই বাতিল করে দেয় কলেজ কর্তৃপক্ষ। আর এতেই বেজায় চটেছেন তুষার গান্ধী। ঘটনার জন্য সরাসরি কট্টর ডানপন্থীদের দায়ী করেন তিনি।
সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ‘গান্ধীকে ফিরে দেখা’ বা ‘রিভিজিটিং গান্ধী’ নামে ওই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল মর্ডান কলেজে। বক্তব্য রাখার কথা ছিল তুষার গান্ধী এবং অনভর রাজনের। এদিকে, অনুষ্ঠানের কথা ঘোষণা হওয়ার পরই নাকি কট্টর ডানপন্থী সংগঠন পতিতপাবন সংস্থা থেকে হুমকি দেওয়া শুরু হয়। আর তার জেরেই নাকি বাতিল করা হয় বক্তৃতার অনুষ্ঠানটি। এমনই অভিযোগ করেন তুষার গান্ধী। যদিও কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, কোনও সংগঠন নয়। কলেজের পড়ুয়াদের একাংশই অনুষ্ঠানের বিরোধিতা করায় সেটিকে বাতিল করা হয়েছে। তবে সেমিনার হয়েছে।
এদিকে, ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন রাজ্যের মন্ত্রী জীতেন্দ্র আওয়াধ।