বুধবার সরকার পোষিত স্কুল বাঁশদ্রোণী চাকদহ বিদ্যামন্দিরে ইংরেজি মাধ্যম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে গেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি নিয়ে প্রায় প্রতি বছরই অভিযোগ-বিক্ষোভ হয়। ফি কতটা বাড়ানো উচিত, স্কুল-কর্তৃপক্ষকেই এ বার তা ভেবে দেখতে বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
অভিভাবকদের সঙ্গে কথা বলার জন্য স্কুল-কর্তৃপক্ষকে অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘‘কোনও অভিভাবকের বেশি ফি দেওয়ার ক্ষমতা আছে, কোনও কোনও অভিভাবকের তা নেই। একটা সামঞ্জস্য থাকা দরকার। অন্য রাজ্যে এই সামঞ্জস্য আছে। এই রাজ্যেও মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলের সঙ্গে কথা শুরু করেছিলেন। আপনারা সকলের সঙ্গে কথা বলে ফি ঠিক করুন।’’
শিক্ষামন্ত্রী বলেন, ‘‘বেসরকারি স্কুলগুলোর ফি নিয়ন্ত্রণের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আপনাদের উপরে ছেড়ে দিলাম।’ কিন্তু এখনও দেখা যাচ্ছে, তাতে কোনও কাজ হয়নি, হচ্ছে না। আমি স্কুল-কর্তৃপক্ষের শুভবুদ্ধির কাছে আবেদন করব, আপনারা ভেবে দেখুন, এক ধাপে এতটা ফি বাড়ানো কতটা কষ্টের।’’
সেই সঙ্গে শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘‘অনেক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বাংলা পড়ানো হয় না এবং অনেক ক্ষেত্রে বাংলাকে অবহেলিত করে রাখা হয়েছে বলে কয়েক জন অভিযোগ করেছেন। কতটা সত্যি, কতটা মিথ্যা, জানি না। তবে কোন কোন বেসরকারি স্কুলে বাংলা পড়ানো হয় না, সেটা আমরা নজরে রাখছি। বাংলা তুলে দিয়ে কোথাও কিছু করা যাবে না।’’ সেই সঙ্গে তিনি বিভিন্ন সরকারি স্কুলের কর্তৃপক্ষকে সাবধান করে দিয়ে বলেন, ‘‘সরকার নির্ধারিত ফি-পরিকাঠামোর বাইরে যাবেন না। গেলে ব্যবস্থা নেওয়া হবে।’’