বিজেপি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে৷ কাশ্মীর বিশেষ মর্যাদা হারায়৷ এছাড়া জম্মু কাশ্মীর ও লাদাখ-২টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়৷ কোনও অভিযোগ ছাড়া গত ৬ মাস ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রীরা বন্দি রয়েছেন৷ জম্মু কাশ্মীরের লাখ লাখ মানুষ বন্দি জীবন কাটাচ্ছেন৷ এই নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করলেন প্রিয়াঙ্কা গান্ধী।
গত বছর ৫ অগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল হয়৷ এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিদের আটক করা হয়৷ জম্মু কাশ্মীরের নেতাদের বন্দিদশা নিয়ে বিজেপিকে তোপ দাগলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা৷ তিনি বলেন, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীরা ৬ মাস ধরে বন্দি৷ তাঁর প্রশ্ন এটা কি গণতন্ত্র?
প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে বলেন, এখন আমরা জানতে চাই, এটা কি গণতন্ত্র? আজ লোকসভায় ফারুক ও অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে কংগ্রেস ওয়াকআউট করে৷ গত ১৫ জানুয়ারি ওমরকে হরি নিবাসের সরকারি বাসভবন থেকে কাছের একটি বাড়িতে সরানো হয়৷ স্থানীয় প্রশাসন সেই আবাসে কেন্দ্রের পাঠানো মন্ত্রিপর্যায়ের প্রতিনিধি দলকে রাখার পরিকল্পনা করে৷