বিভিন্ন বিষয়েই বারবার স্পষ্ট ভাষায় নিজের মতামত প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন৷ সে অভিনয় জগৎ হোক কিংবা রাজনীতির ময়দান, তাঁর মন্তব্য শোরগোল ফেলে দেয়। এবার প্রতিবাদীদের ওপর দমন-পীড়ন এবং সরকারের নীতি পুলিশির বিরুদ্ধে কলকাতা বইমেলায় সরব হলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। মঙ্গলবার বইমেলায় এসবিআই অডিটোরিয়ামের একটি আলোচনা সভায় এসে তিনি হালকা চালেই বলেন বাস্তব জীবনে আমি খুবিই বিনীত, ভদ্র। তবে টুইটারে আমাকে দেখলে অনেকেরই মনে হয় কোনও দুর্বিনীত, দুর্মুখ ভূত আমার ওপর ভর করেছে।
গতকাল সাহিত্য বা গল্পের শক্তি এবং সমসময় নিয়ে কথা বলছিলেন স্বরা। তিনি বলেন, ‘তাই তো সিএএ নিয়ে কর্ণাটকে নাটক হলে স্কুলপড়ুয়াদেরও জেরায় জেরবার করতে ছাড়ে না পুলিশ।’ বলিউডে গল্প বাছতে গিয়েও এখন হিমশিম দশা। ‘এ দেশে ১৩৭ কোটি কারণে লোকের ভাবাবেগে লাগে। ব্রিটিশ আমলের দেশদ্রোহ আইনের আতঙ্ক কিংবা ছবির গল্প সেন্সরে আটকে যাওয়ার ভয়ে বলিউড সদাই তটস্থ’, বলছিলেন স্বরা। তবু এই দম বন্ধ পরিস্থিতিতে দিল্লীর শাহিনবাগ বা কলকাতার পার্ক সার্কাস বুঝিয়ে দিচ্ছে, দেশের মুসলিম মেয়েরা, ছাত্রসমাজ এবং সাধারণ শান্তিকামী নাগরিকেরাই আলোর দিশারী।
টুইটারে অষ্টপ্রহর ‘গেরুয়া বাহিনী’র নিশানা স্বরা বলেন, ‘
‘শুটিংয়ের ঝঞ্ঝাটে প্রতিবাদে যেতে পারি না! কিন্তু আমি কৃতজ্ঞ প্রতিবাদীদের কাছে। এখন মনে হয়, দেরি করেছি। গোমাংস রাখা নিয়ে সন্দেহে আখলাককে খুন করার পরেই সবার মাঠে নামা উচিত ছিল।’ জেএনইউ-র প্রাক্তনী ক্ষুব্ধ দেশে ‘হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের’ পরিচালনায় ইতিহাসের বিকৃতি নিয়েও। তাঁর আক্ষেপ, ‘পরিকল্পিত ভাবে ছাত্র বা বিশিষ্টজনেদের উপরে হামলা চলছে।’ বিভিন্ন ছবিতে লড়াকু মেয়ের চরিত্রে থাকা স্বরা এখন পার্ক সার্কাস বা শাহিনবাগে এই ধরনের প্রতিবাদী মেয়েদের দেখছেন বলেই জানিয়েছেন।