পুরভোটের দামামা বেজে গিয়েছে। নবান্ন সূত্রে এখনও পর্যন্ত সঠিক দিনক্ষণ না জানা গেলেও, এপ্রিলেই হতে পারে পুরভোট এমনটাই মনে করা হচ্ছে। অর্থাৎ হাতে আর বেশি সময় নেই বললেই চললে। তাই তৃণমূলের ভোট-প্রস্তুতির লক্ষ্যে এবার বুথ স্তরে সাংগঠনিক বৈঠক করবেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারিতে তাঁর দুই জেলাসফরে এই কর্মসূচী রয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি নদীয়ার কৃষ্ণনগরে এই পর্বের প্রথম কর্মীসভা করবেন তিনি। তারপর ১১ তারিখ বাঁকুড়ায় বুথের কর্মীদের সঙ্গে এই বৈঠকের কর্মসূচী ঠিক করা হয়েছে।
উন্নয়ন যেমন চলছে চলবে৷ তবে এবার থেকে দলে বেশি করে সময় দেব— লোকসভা ভোটের পরই এই ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী। সেই মতো গত এক বছরে প্রশাসনিক কাজের ফাঁকে দলের একাধিক বৈঠক ও কর্মসূচীতে থেকেছেন তিনি। তবে পুরসভা ভোটের মুখে এবং বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এবার বুথের কর্মীদের সভায় বক্তৃতা করবেন তিনি। জেলার সবস্তরের জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীরাও থাকবেন মমতার ওই বৈঠকে।
৪ ফেব্রুয়ারি বনগাঁয় ও রানাঘাটে দুটি জনসভা করবেন মমতা। নতুন নাগরিকত্ব আইনকে সামনে রেখে মতুয়া অধ্যুষিত এই দুই এলাকায় তাঁর জনসভা ঠিক হয়েছে। ৪ তারিখ বনগাঁর জনসভা সেরে তৃণমূলনেত্রী যাবেন রানাঘাটের সভায়। সেখান থেকে ফিরে পরদিন কৃষ্ণনগর কলেজ মাঠে হবে বুথ কর্মীসভা। সেদিনই জেলার প্রশাসনিক কাজকর্মের পর্যালোচনা বৈঠকও হবে কৃষ্ণনগরে। বনগাঁয় জনসভা করলেও এখানে অবশ্য এই সফরে কর্মিসভা করার কথা নেই তাঁর। তৃণমূলনেত্রীর পরের কর্মী বৈঠকটি হবে বাঁকুড়ায়। ১১ তারিখ দলের ওই কর্মী বৈঠক সেরে ১২ তারিখ প্রশাসনিক বৈঠকের কথা রয়েছে তাঁর।